কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা শাখায় চমক! ৯ বিচারকদের তালিকায় আছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের তালিকা প্রকাশিত হয়েছে। স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব থাকবে তাদের কাঁধে।

কানের অফিসিয়াল ওয়েবসাইটে ভারতের সুপারস্টার দীপিকাকে অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক, পরোপকারী ও উদ্যোক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার ঝুলিতে আছে ৩০টির বেশি পূর্ণদৈর্ঘ্য ছবি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘পদ্মাবত’, ‘পিকু’ ইত্যাদি। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর (২০১৭) মাধ্যমে ইংরেজি ভাষার ছবিতে প্রধান নারী চরিত্রে অভিষেক হয় তার।

নিজের প্রতিষ্ঠান কা প্রোডাকশন্স থেকে ‘ছপ্পাক’ ও ‘এইটি থ্রি’র মতো ছবি প্রযোজনা করেছেন দীপিকা। এছাড়া নির্মাণাধীন আছে ‘দ্য ইন্টার্ন’। এগুলোতে তিনি অভিনয়ও করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘গেহরাইয়া’র মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

২০১৫ সালে দীপিকা গড়ে তোলেন দি লিভ লাভ লাফ ফাউন্ডেশন। এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন তিনি। পাশাপাশি মানসিক অসুস্থতা দূরীকরণে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের নিচ্ছেন। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তিনি।

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারক ছিলেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান। এবার তাদের পাশে যুক্ত হলো দীপিকার নাম। ১২ দিনের কান উৎসবে ১০ দিনই লালগালিচায় দেখা যাবে তার জৌলুস। সাম্প্রতিক বছরগুলোতে লরিয়াল প্যারিসের দ্যুতিয়ালি করতে কানসৈকতে পা রেখেছিলেন তিনি।

কান উৎসবে এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান থাকছেন ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন তিনি।

কান উৎসবের বিচারক

কানের ইতিহাসে ফরাসি তারকারা বিশেষ আসরে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৭ সালে ৪০তম আসরে প্রয়াত অভিনেতা ইভ মন্ত্যঁ, ১৯৯৩ সালে ৪৫তম আসরে জেহা দেপারদ্যু এবং ১৯৯৭ সালে ৫০তম আসরে অভিনেত্রী ইজাবেল আজানি মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ছিলেন। সবশেষ ২০০৯ সালে ফরাসি তারকাদের মধ্যে অভিনেত্রী ইজাবেল উপার কানে বিচারকদের প্রধান হন।

৭৫তম কান উৎসবের মূল প্রতিযোগিতা শাখার নয়জন বিচারক৭৫তম কান উৎসবের মূল প্রতিযোগিতা শাখার নয়জন বিচারক

৬২ বছর বয়সী ভানসেন্ত লান্দনের নেতৃত্বে দীপিকাসহ আটজন বিচারকের দায়িত্ব পালন করবেন। তালিকায় আরও আছেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

আয়োজকরা আরও জানিয়েছেন, জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মারসেল!’ নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

আগামী ১৭ মে শুরু হবে ৭৫তম কান উৎসব। এবার মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ২১টি ছবি। আগামী ২৮ মে কানের সমাপনী আয়োজনে স্বর্ণপাম জয়ীর নাম ঘোষণা করবেন ভানসেন্ত লান্দন। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে ফ্রান্স টেলিভিশনস এবং ব্রুট।