রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির ঢেউ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার (১৩ই মে) অর্থনীতি নিয়ে রাশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে সংকট তৈরি করছে। এই সংকট ইউরোপীয় ইউনিয়নকে কষাঘাত করবে এবং বিশ্বের অনেক দরিদ্র দেশে দুর্ভিক্ষের সূচনা করতে পারে।

তিনি বলেন, এর দায় পুরোপুরি পশ্চিমা ধনী দেশগুলোকে নিতে হবে। তারা নিজেদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে বাকি বিশ্বকে বলির পাঁঠা বানাতে প্রস্তুত। রাশিয়া এই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারছে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বাইরের অর্থনৈতিক অবরোধ মোকাবিলা করছে। এটি সম্ভব হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুদ্র অর্থনীতির নীতি ও অর্থনৈতিক সার্বভৌমত্ব শক্তিশালী করার সিদ্ধান্ত, প্রযুক্তিগত ও খাদ্য নিরাপত্তার কারণে।

পুতিন আরও বলেছেন, বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া এই বছর সম্ভবত রেকর্ডমাত্রায় শস্য উৎপাদন ও সংগ্রহ করতে পারে। গত ২৪ শে ফেব্র“য়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন পুতিন। এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়া ও রুশ অভিজাতদের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এমন কঠোর নিষেধাজ্ঞা এর আগে রাশিয়ার ওপর জারি করা হয়নি। পুতিন এসব নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন।