মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ।মাত্র চয় রানেই হারিয়ে বসে দুই উইকেট।

চট্টগ্রামে বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে চিত্রপটে আসা কাসুন রাজিথা ম্যাচের দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন মাহমুদুল হাসান জয়কে।রাজিথার খাটো লেংথের ভেতরের দিকে আসতে থাকা বলটি জয়ের ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্ট্যাম্পে। রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন এই তরুণ ব্যাটার।এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করেছে দুই দল।হোম অব ক্রিকেটে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।