মেগা প্রকল্পের নামে সরকার দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৬শে মে) চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের উন্নয়নে সকলে চাকচিক্য দেখলেও মূলত দেশকে ঋণের গভীরে নিয়ে যাওয়া হয়েছে।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পদ্মাসেতু নয়, মেগাপ্রকল্পের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেই তাদের গায়ে জ্বালা হয়েছে।