আগামী কয়েক বছরের মধ্যে এক হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। এতে গণমাধ্যমটির বছরে ৫০ কোটি ইউরো খরচ কমবে বলে জানানো হয়েছে।
ডিরেক্টর জেনারেল টিম ডেভি বৃহস্পতিবার (২৬ মে) বলেন, বিবিসি সবাইকে যেমন উপকৃত করে আসছে তেমনটা ধরে রাখতে হলে একে ঢেলে সাজাতে হবে।
বিবিসির এ কর্মী ছাঁটাই বছরে ৫শ’ মিলিয়ন পাউন্ড বাঁচাবে বলে জানিয়েছেন কোম্পানিটি। বিবিসিকে পূর্ণাঙ্গরূপে ডিজিটাল করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিম ডেভি।
বিবিসির মহাপরিচালক টিম ডেভি বৃহস্পতিবার বিবিসির কর্মীদের সামনে এক বক্তব্যে বলেছেন, বিবিসি এমন নতুন ও বিশ্বব্যাপী ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, এ রূপান্তর প্রক্রিয়া দ্রুত করতে হবে এবং চারপাশের বাজারের বিশাল পরিবর্তনকে ধারণ করতে হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে বিবিসির একটিমাত্র চ্যানেল থাকবে। এ চ্যানেলটি যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সব দর্শকের জন্যই প্রচারিত হবে।
টিম ডেভির ঢেলে সাজানোর এ প্রক্রিয়ায়, বিবিসি ছোটখাট যে চ্যানেলগুলো পরিচালনা করত সেগুলো বন্ধ হয়ে যাবে। এ চ্যানেলগুলো হলো- সিবিবিসি, বিবিসি ফোর, রেডিও ফোর।
এর আগে ২৫ মে অক্সফোর্ডে বিবিসির নিউজ প্রোগ্রামের অনুষ্ঠানটিও বন্ধ করে সংস্থাটি। বিবিসিতে গত ১৮ মাসে ১২শ’ কর্মীকে চাকরি খোয়াতে হয়েছে। তবে সিবিবিসি রেডিও ফোর এক্সট্রা আই প্লেয়ারে থাকবে কিনা তা এখনো জানায়নি।