নির্ধারিত সময়ের আগেই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। ৬-ই জুলাই থেকে হাটে কেনাবেচা শুরুর কথা থাকলেও আগেভাগেই গরু নিয়ে এসেছেন বিভিন্ন এলাকার ব্যাপারি ও খামারিরা। খাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুর দামও চড়া বলে জানান ব্যবসায়ীরা। হাট কর্তৃপক্ষ জানিয়েছে এবছর পর্যাপ্ত পশুর আসছে বাজারে। তাই কোন সংকট হবে না।

আর এক সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা। রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে প্রস্তুতির মধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা ও খামারিরা। অবশ্য ঢাকার দুই সিটি করপোরেশ আনুষ্ঠানিকভাবে ৬-ই জুলাই থেকে হাটে কেনাবেচা শুরুর সময় বেঁধে দিয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দু’টি স্থায়ী ও ১৯টি অস্থায়ী হাট বসবে। তবে এরইমধ্যে অনেক হাটেই গরু এনেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন ধরনের গরুর দাম এক লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হাঁকছেন তারা।

ব্যাপারিরা এখন ক্রেতার অপেক্ষায় আছেন। সপ্তাহের শেষ দিক থেকে ক্রেতা সমাগম হবে বলে আশা করছেন তারা।

হাট কর্তৃপক্ষ জানিয়েছে কোরবানির পশু নিয়ে অনেক ট্রাক আসছে। হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তদারকি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

শিগগিরই কেনাবেঁচা জমে উঠবে বলে আশা ইজাদার ও ব্যবসায়ীদের।