তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ খেলায় সন্ধ্যায় মুখোমুুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচে জয় নিয়ে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ঘরে মাঠে সিরিজের শেষ ম্যাচটায় অন্তত জয় পেতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
কয়েক বছর ধরেই ওয়ানডে সংস্করণে দারুণ খেলছে বাংলাদেশ। তামিম নতুন করে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর যে ৭টি দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, তার ৬টিতেই জিতেছে। ২০২০ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তামিমের নেতৃত্বে ২০টি ওয়ানডে খেলে জয় এসেছে ১৪ ম্যাচে।
শেষ ম্যাচে ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকলেও এ ম্যাচে বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরখ করে দেখতে চান তামিম। তাই শেষ ম্যাচে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন।
অন্যদিকে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দাপট দেখিয়ে জিতলেও ওয়ানডতে বিবর্ণভাবে সিরিজ হেরেছে স্বাগতিক ওয়েস্ট উন্ডিজ। শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে সিরিজটি শেষ করতে চায় ক্যারিবিয়রা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হবে।