বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৬ ডিসেম্বর হতে শুরু হতে যাচ্ছে। তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করার পাশাপাশি এতে দুই উপস্থাপিকার নামও প্রকাশ করেছে আয়োজকরা।
বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ বিষয়টি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।
এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেলে চমক হিসেবে রমিজ রাজা, সমন্বয় ঘোষ, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, ড্যানি মরিসন, স্যামুয়েল বদ্রি, আতাহার আলী খান, শামীম আশরাফ, মাজহার উদ্দিন অসি ও জেমি কক্সের মতো খ্যাতনামা ধারাভাষ্যকাররা মাতিয়ে রাখবেন বিপিএলকে।
আইএল টি-টোয়েন্টি থাকায় শুরুর দিকে সবাইকে পাওয়া না গেলেও আইএল টি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে। সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে।












