ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। মঙ্গলবার (১৯শে জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির স্থানীয় সময় সোমবার (১৮ই জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সোমবার রাতে একজন বন্দুকধারী গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে এবং আরও চারজনকে আহত করেছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানিয়েছে, সোমবার রাতে দুই ব্যক্তি ‘একটি গাড়ি থেকে নামার পর বারের টেরেসে (ছাদে) বসে থাকা ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ শুরু করে।’

এদিকে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেছেন, একটি ‘শিশা ক্যাফেতে’ গোলাগুলির এই ঘটনা ঘটেছে। সেখানকার গ্রাহকরা সন্দেহভাজনদের একজনকে আটক করতে সক্ষম হন।