জয় দিয়ে বসুন্ধরা কিংস বিপিএল ফুটবলের চলতি মৌসুম শেষ করলো। এবারের লিগে নিজেদের শেষ খেলায় বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ঘরোয়া লিগের সাফল্যের রেশ দেশের বাইরেও করতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান।

হ্যাট্রিক শিরোপার জয়ে এভাবেই ঘরের মাঠে উল­াসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। নিজেদের মাঠে শেষ ম্যাচেও জয় পাওয়ায় উল­াসের মাত্রা আরো বেড়ে যায় ক্লাবটির। যদিও বিপিএলের প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে পরাজয় দিয়ে শুরু হয়েছিলো বসুন্ধরা কিংসের যাত্রা। তবে বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্লাবটি। এরপর ২১ ম্যাচে আর দলটিকে কেউ হারাতে পারেনি। টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

দাপুটে ফুটবল খেলে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বুসন্ধরা কিংস। তাই শেখ জামালের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে তারা। প্রথমার্ধে মতিন মিয়ার গোলে এগিয়ে থাকে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে রবসন ব্যবধান বাড়ান। শেখ জামালের পক্ষে সোহান ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেনি।

যদিও ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে লালকার্ড দেখেন দুই দলের দুই খেলোয়াড়। বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ এবং শেখ জামালের উজবেকিস্তানের ওতাবেক লাল দেখে মাঠের বাইরে গেলে বাকি সময় ১০ জন করে নিয়ে খেলেছে দুই দল। তাতে শেষটা জয় নিয়ে স্মরণীয় করে রাখলো বসুন্ধরা কিংস।

২২ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র ও ১ হারে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৯ জয়, ৮ ড্র ও ৫ হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে লিগ শেষ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটি গত লিগে রানার্সআপ।