বড় জয় দিয়ে নারী এশিয়া কাপের শুভ সূচনা করেছে পাকিস্তান। রোববার (দোসরা অক্টোবর) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণ করতে খুব বেশি সময় নেয়নি পাকিস্তানি বোলাররা। ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন ডায়ানা বেগ। এক ওভার বাদে সাদিয়া ইকবাল আঘাত হানেন। অষ্টম ওভারে হয় তৃতীয় উইকেটের পতন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ২০ ওভার তারা খেললেও ৫৭ রানের বেশি জমা করতে পারেননি। এরমধ্যে ইলসা হান্টার একাই করেন ২৯ রান। পাকিস্তানের ওমাইমা সোহেল তিনটি ও তোবা হাসান নেন দুইটি উইকেট।
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান দারুণ শুরু পায়। মুনিবা আলি দেখে শুনে খেললেও সিদরা আমিন ব্যাট চালাতে থাকেন। এই দুজন পাওয়ার প্লেতে নেন ৪৫ রান। যার ৩১ রানই করেন সিদরা। পাওয়ার প্লের শেষ বলে সিদরা আমিন ফিরলেও বাকি রান করতে সমস্যাই হয়নি পাকিস্তানের।
মুনিবার সাথে মিলে অধিনায়ক বিসমাহ পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছান ১১ ওভার বাকি থাকতেই। মুনিবা ২১ ও বিসমাহ করেন অপরাজিত ৮ রান। পাকিস্তান পায় নয় উইকেটের জয়।