১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ববি মুরের নেতৃত্বে ওয়েম্বলিতে শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। তারপর কত অপেক্ষা, একটি ট্রফি দেখার জন্য পিপাসিত ছিল মন। ১৯৯৬ সালের ইউরো (তৃতীয়) ও ২০১৮ সালের বিশ্বকাপে (চতুর্থ) একটুর জন্য পাওয়া পূরণ হয়নি আকাঙ্ক্ষিত স্বপ্ন। আর ২০২০ সালের ইউরোতে তো ঘরের মাঠে সবচেয়ে হৃদয়বিদারক ফল, ইতালির কাছে ফাইনালে হেরে মুঠো থেকে ফসকে যায় ট্রফি।

ফুটবলে ৫৬ বছরের সেই শিরোপা খরা কাটাল ইংল্যান্ড। নারীদের হাত ধরে ইংলিশদের ঘরে এসেছে ইউরোর শিরোপা। রোববার (৩১শে জুলাই) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোর শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন টুন। ৭৯ মিনিটে ইংলিশ রক্ষণকে হতাশ করে জার্মানিকে সমতায় ফেরান লিনা ম্যাগাল।

নির্ধারিত সময় শেষে ১-১ সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ১১০ মিনিটে ইংল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড কেলি।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি কোনো দল। ম্যাচ ইংল্যান্ড জিতলেও বল দখলে এগিয়ে ছিল জার্মানি। এমনকি গোলের জন্য ইংল্যান্ডের (১৩) চেয়ে বেশি শটও নেয় জার্মান নারীরা (১৬)। তবে জার্মানির (৭) চেয়ে লক্ষ্য বরাবর শট বেশি ছিল ইংল্যান্ডের (৮)।

শেষ মিনিটের বাশি বাজতেই বাঁধভাঙা উচ্ছাসে মাতেন ওয়েম্বলিতে উপস্থিত ৮৭ হাজার সমর্থক। ৬ গোল এবং ৫ অ্যাসিস্টের সুবাদে গোল্ডেন বুট এবং আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ইংল্যান্ডের বেথ মিড।