ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউজিক্যাল নাইট শো’। বাচ্চাদের নিয়ে এবারই প্রথম নাচ এর আয়োজন করেছে রাজিব আহমেদ অপু। থাকছেন প্রদীপ ভট্টাচার্য (পাঞ্চু), শিলা ভায়াস, পবিত্র জয়সওয়াল সেন (নৃত্যশিল্পী), দেবযানী সেন (নৃত্যশিল্পী)। অনুষ্ঠানের উপস্থাপনা করবেন রাকিব হাসান।

৭ আগস্ট (রোববার) সন্ধ্যা ৭ টায়, ফ্লোরিডার লেক ওয়ার্থ রোডের ৭৬৬৭ নম্বর বাসার দ্যা স্টুডিও পারফরমিং আর্টস এ আয়োজন করা হবে নাচের এই অনুষ্ঠান। প্রবেশ মূল্য ১০ ডলার, CRAZEE MARIO রেস্টুরেন্টে পাওয়া যাবে টিকেট। আসন সংখ্যা সীমিত এবং শুধুমাত্র ১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য পারফর্মিং আর্টস।

যোগাযোগের জন্য 5612943062