দেশ বিরোধী গুজব ছড়িয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আর স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেমন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তারা।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে এই আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওর্নাস-অ্যাটকো। এতে বক্তব্য রাখেন দেশের বিশিষ্টজনেরা।

অ্যাটকো সদস্যরা বলেন, বার বার দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধেঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশে একটি মহল গুজব ছড়াচ্ছে। যা দেশের অগ্রগতির জন্য ক্ষতিকর।

এসময় আওয়ামীলীগের উপদেষ্টমন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, দেশে যারা গুম-খুনের কথা বলে তাদের অতীত স্মরণ করা উচিত। সংবাদ পরিবেশনে আদর্শকেই প্রাধান্য দেয়ার পরামর্শ দেন তিনি।

চলতি বছরেই অ্যাটকোর পক্ষ থেকে শেখ হাসিনার নামে একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে।