নির্বাচন দেরিতে হলে পতিত স্বৈরাচার সরকার ও তার দোসররা ষড়যন্ত্রের আরও সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিকেলে রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও এতে জনসম্পৃক্তি বাড়াতে রোববার ঢাকা মহানগর দক্ষিণ শাখার কদমতলী থানায় প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। দলের ভেতর কাজ শুরু হয়েছে, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় পর্যায়ে পরিবর্তন আনার কথা জানান তিনি।
তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় ১৫ বছরে দেশে লুটপাট-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে নির্বাচনকে গুরুত্ব দেন দিতে হবে ।
এসময় আগামীদিনে সরকার গঠন করলে রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নিজের প্রতিজ্ঞার কথাও ঘোষণা করেন তিনি।