বিএনপি চেয়ারসারসন বেগম খালেদা জিয়া আবেদন করলে নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণকেন্দ্র যুগ্ম জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৭তম রিফ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, আগামী ২৪শে সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। তবে পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলে তা আবারও বাড়ানো হবে।
আইনমন্ত্রী বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ জমি সংক্রান্ত মামলা। দেশে জমে থাকা মামলার অর্ধেকের বেশিই জমি সংক্রান্ত।
অর্থ ঋণ আদালতেও মামলার নিস্পত্তির হার খুবই কম জানিয়ে আনিসুল হক বলেন, প্রতিনিয়ত ঋণখেলাপি বাড়ছে। এটা মামলা জটের উপর প্রভাব ফেলছে।
এই মামলার জট দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এসব মামলার দ্রুত নিস্পত্তি এবং গতি বাড়ানোর জন্য সরকার বিকল্প বিরোধ নিস্পত্তি আইন বা এডিআর এর প্রয়োগ করার চেষ্টা করছে।
সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি করা সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি।