এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ই নভেম্বর। এ বছর সকাল ও বিকাল, দুই ধাপে পরীক্ষা নেয়া হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ই ডিসেম্বর। আর ১৫ই ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
আজ (সোমবার, ১২ই সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে এসব তথ্য জানানো হয়।