জাতীয় পার্টির মধ্যে কোন গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন দলের সকল পদ থেকে অব্যাহতি পাওয়া সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় রাঙ্গা জানান, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিল না। এর বিরোধীতা করায় কোন দোষ ছাড়াই তাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতির আদেশ প্রত্যাহার করার দাবি জানিয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, অন্য কোন দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না তিনি।