পুলিশ বাহিনীতে দুর্নীতি ‘বরদাশত’ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, নতুন আইজিপি চৌধুরী আবদুলাহ আল-মামুন। সেই সাথে প্রতিটি থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করার অঙ্গীকার করেছেন তিনি। আজ মঙ্গলবার (চৌঠা অক্টোবর) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে, এসব বলেন পুলিশ মহাপরিদর্শক।
এসময় তিনি জানান, পুলিশকে জনগণের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কথা শুনে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। র্যাবের সংস্কার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, এটি চলমান প্রক্রিয়া। অপরাধের ধরণ বুঝে এই বাহিনীর কাজেরও পরিবর্তন আনা হবে।
দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
রাজনতৈকিভাবে পুলশিকে ব্যবহার করা হয় এমন অভযিোগ প্রসঙ্গে বাংলাদশে পুলশিরে মহাপরর্দিশক (আইজপি)ি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলছেনে, যখন দশেে নর্বিাচন আসে তখন নর্বিাচন কমশিনরে নর্দিশেনা অনুযায়ী বাংলাদশে পুলশি কাজ করে থাক।ে পুলশি সব সময় পশোদারত্বরে সঙ্গে সব ধরনরে দায়ত্বি পালন কর।
বাংলাদশে পুলশিকে রাজনতৈকি উদ্দশেে ব্যবহার করার অভযিোগ পাওয়া যায়। আগামী নর্বিাচনওে কি এমন হব?ে সাংবাদকিদরে এমন প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, পুলশি সব সময় পশোদারত্বরে সঙ্গে সব ধরনরে দায়ত্বি পালন কর।ে আমরা (পুলশি) কীভাবে কোনো বষিয় কন্ট্রোল করবো, কোন দায়ত্বি কীভাবে পালন করবো সটো আইনে (আছ)ে এবং ট্রনেংি নয়িছে।ি পুলশিরে প্রতটিি সদস্য পশোদারত্বরে সঙ্গে দায়ত্বি পালন করছ।ি এরপরও যদি কারও সুনর্দিষ্টি কোনো অভযিোগ থাকে তবে আমাকে জানাবনে, আমরা এ বষিয়ে ব্যবস্থা নবেো।
বরিোধীদলরে রাজনতৈকি র্কমসূচতিে পুলশি বাড়াবাড়ি প্রসঙ্গে এক প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, পুলশি র্কমসূচগিুলোতে পশোদারত্বরে সঙ্গে দায়ত্বি পালন কর।ে পরস্থিতিি নয়িন্ত্রণে পুলশিরে ট্রনেংি রয়ছে,ে প্রতি ক্ষত্রেে তা ফলো করা হয়।
রোহঙ্গিা ক্যাম্পে জঙ্গবিাদরে ট্রনেংি দওেয়া হয়। রাতে আইনশৃঙ্খলা বাহনিীর সদস্যরা রোহঙ্গিা ক্যাম্পে যতেে নরিাপদ বোধ করনে না— এ বষিয়ে আইজপিি বলনে, আমরা যখন যখোনে তথ্য পয়েছে,ি প্রতটিি তথ্যকে ববিচেনায় নয়িে ব্যবস্থা নচ্ছি।ি ব্যবস্থা নওেয়ার কারণইে জঙ্গি হামলা হচ্ছে না। জঙ্গি দমনে বাংলাদশে বশ্বিে রোল মডলে।
তনিি বলনে, কোথায় জঙ্গদিরে প্রশক্ষিণ দওেয়া হচ্ছে বা কোনো সুনর্দিষ্টি তথ্য থাকলে জানান, আমরা ব্যবস্থা নবেো।
পুলশি বাহনিীতে গোপালগঞ্জ-কশিোরগঞ্জ-বরশিাল-চাঁদপুর গ্রুপংি দখো যায়। বভিন্নি সময় এক গ্রুপ অন্য গ্রুপকে হয়ে করার জন্য লগেে থাক,ে গ্রুপরে প্রোপাগান্ডা ছড়ানোর চষ্টো কর—ে এমন প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, আমি পুলশিরে গ্রুপংি সর্ম্পকে জানি না। তবে সুনর্দিষ্টি তথ্য দলিে বষিয়টি খতয়িে দখেবো।
ডএিমপতিে বছররে পর বছর একই র্কমর্কতা দায়ত্বি পালন করছনে, তাদরে পোস্টংি হলওে ডএিমপরি বাইরে পাঠানো হয না। এ বষিয়ে কোনো নর্দিশেনা রয়ছেে কনিা এমন প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, বদলরি ক্ষত্রেে কছিু কছিু জনিসি ফলো কর।ি শুধু পুলশিে না বভিন্নি অরগানাইজশেনে একই লোক অনকে দনি ধরে কাজ করনে। র্কমর্কতার দক্ষতা দখেে যদি মনে করে থাকে রাখা দরকার তাহলে রখেে দয়ে। আর যাকে রাখা দরকার না তাকে বদলি করা হয়।
সাংবাদকি ও পুলশি একে অপররে সঙ্গে কাজ করছ।ে কন্তিু মাঠে কাজ করতে গলেে র্টাগটে করে সাংবাদকিদরে মারধর করা হয়। এ বষিয়ে পুলশিরে পদক্ষপে জানতে চাইলে আইজপিি বলনে, এমন অবস্থায় আপনারা আমাদরে বলবনে, আমরা আইনানুগ ব্যবস্থা নশ্চিতি করবো।
র্যাব সংস্কাররে প্রশ্নে সংস্থাটরি সাবকে এই ডজিি বলনে, যকেোনো প্রতষ্ঠিান সংস্কাররে মধ্যে থাক।ে অপরাধরে ধরন অনুযায়ী সংস্কার হয়ে থাক।ে জঙ্গবিাদ ও সাইবার ক্রাইম অপরাধ মোকাবলিায় আধুনকি টকেনোলজি ব্যবহার করতে হব।ে এটি একটি চলমান প্রক্রয়িা।
৯৭ হাজার বদিশেরি পাসর্পোট নইে, অবধৈভাবে বাংলাদশেে রয়ছে।ে তারা জঙ্গবিাদসহ বভিন্নি অপরাধে জড়াচ্ছ—ে এমন প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, এটি একটি চলমান প্রক্রয়িা। তদরে ওপর তথ্য নওেয়া হয়। যইে দশেরে নাগরকি সইে দশে থকেে তথ্য নওেয়া হয়। আর ক্রাইমরে সঙ্গে যদি তারা জড়তি থাকে তবে তাদরে বরিুদ্ধে ব্যবস্থা নওেয়া হয়।
সম্প্রতি নখিোঁজ ৫০ তরুণরে প্রসঙ্গে এক প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, এটি নয়িে কাজ চলমান রয়ছে।ে জঙ্গবিাদ সন্ত্রাসবাদরে বরিুদ্ধে পুলশি-র্যাব জরিো টলারন্সে নীততিে কাজ করছ।ে গোয়ন্দো তথ্য সংগ্রহ চলছ।ে
পুলশিরে র্দুনীতি নয়িে টআিইবরি রপর্িোট ও অনকে সময় র্দুনীতরি প্রতবিদেন দখেতে পাওয়া যায়। উন্নত পুলশি বাহনিী গড়ে তুলতে আপনি কী ভূমকিা রাখবনে? এমন প্রশ্নরে জবাবে আইজপিি বলনে, আপনারা লক্ষ্য করছেনে ইতোমধ্যে কমউিনটিি পুলশিরে র্কযক্রম শুরু হয়ছে।ে বটি পুলশিরে র্কাযর্কম চলছ।ে প্রতটিি থানায় জবাবদহিতিা নশ্চিতিরে জন্য ওপনে হাউজ র্কাযক্রম চালু রয়ছে।ে মাঠ র্পযায়ে সকল সদস্যদরে জবাবদহিতিার আওতায় আনতে নর্দিশেনা দওেয়া হয়ছে।ে যসেব জায়গায় ঘাটতি আছে সগেুলো ঠকি করা হব।ে