ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হাজী রহিম উল্লাহ’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (১২ই অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদ হত্যা মামলার আসামি।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আত্মগোপনে ছিলেন সাবেক এমপি হাজী রহিম উল্লাহ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তার-পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর সোনাগাজী এলাকার টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) হত্যা মামলার অন্যতম আসামি হাজী রহিম উল্লাহ বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।