নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১১ই অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগের গত ২৮শে সেপ্টেম্বর তারিখের আদেশ অনুযায়ী আগামি ১৭ই অক্টোবরের অনুষ্ঠিতব্য নোয়াখালী জেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন।
এর আগে ওই আদেশে শুধুমাত্র চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার সকল পদে নির্বাচন স্থগিত করা হলো।
নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘নোয়াখালী জেলা পরিষদে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।’
নোয়াখালী জেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু (চশমা) ও কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাতটি ওয়ার্ডে সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী রয়েছে। চাটখিল ও হাতিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুই সদস্য নির্বাচিত হয়েছেন। জেলায় নয় উপজেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন।