গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে একাধিক ব্যাক্তি প্রবেশ করায় ৪০টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত কেেরছে নির্বাচন কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আবতাব উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮ টায় জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। মোট ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়বে বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তারা। সাঘাটা ও ফুলছড়ি এই ২ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন।

উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান এবং জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদের মধ্যে লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা।

প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি, পুলিশ ছাড়াও আনসার সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এদিকে, ইভিএম মেশিনে ত্র“টি থাকায় সকালে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন, জাতীয় পার্টির প্রার্থী। বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে ত্র“টি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।