দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হ্যালোইন উৎসবের ভিড়ে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জন হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। শনিবার (২৯শে অক্টোবর) স্থানীয় সময় রাতে সিউলের শহরের ইটাওয়ান এলাকায় এ ঘটনা ঘটে। ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে রাস্তায় সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারীরা আটকে পড়াদের বের করে নিয়ে আসছেন। রাস্তার পাশেই অজ্ঞান ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাস্তায় সারি সারি মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ওই এলাকায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, এলাকাটিতে হ্যালোইনের আগে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। এ ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিবিসি অনলাইন জানায়, করোনা মহামারি শুরুর পর এই প্রথম মাস্ক ছাড়া উন্মুক্ত স্থানে আয়োজিত হ্যালোইন উৎসবে অংশ নিতে ঘটনাস্থলে প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছিল।
দেশটির ন্যাশনাল ফায়ার অ্যাজেন্সি কর্মকর্তা চোই চিওন বলেন, ধারণা করা হচ্ছে, উপস্থিত বিশাল জনতা সিউলের প্রধান পার্টি স্পট হ্যামিল্টন হোটেলের কাছের সরু রাস্তায় সামনের দিকে ঠেলতে থাকলে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য সিউলে অবস্থান করা সব কর্মীসহ সারা দেশের ৪০০ জন জরুরি সেবাকর্মী এবং ১৪০টি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।