চলতি মাসের ২০ তারিখে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে দল ঘোষণা করতে শুরু করেছে দেশগুলো। গতকাল দল ঘোষণা করেছে ব্রাজিল। আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ওশেনিয়ার দেশটি। অস্ট্রেলিয়ার ঘোষিত দলে বড় কোনো চমক নেই। তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সাইন্সবুরি।
বিশ্বকাপ অস্ট্রেলিয়ার স্কোয়াড :
গোলরক্ষক- ম্যাথু রায়ান, অ্যান্ড্রু রেডমাইন , ড্যানি ভুকোভিচ।
ডিফেন্ডার- মিলোস ডিজেনেক, নাথানিয়াল অ্যাটকিনসন, জোয়েল কিং, ফ্রান কারাসিক, বেইলি রাইট, হ্যারি সাউটার, কাই রোওলেস, আজিজ বেহিছ, টমাস ডেং।
মিডফিল্ডার- আরন মোও, জ্যাকসন আরভিন, ক্যামেরন ডেভলিন, রিলি ম্যাকগ্রি, আজদিন হরিস্টিক, কিয়ানু ব্যাকাস।
ফরোয়ার্ড- ম্যাথু লেকি, মার্টিন বয়েল, জেমি ম্যাক্লারেন, ক্রেগ গুডউইন, মিচেল ডিউক, জেসন কামিংস, গড়ং কুওল, আওয়ার মাবিল।
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এবার কাতারে যাচ্ছে অস্ট্রেলিয়া। গ্রুপ ডি-তে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়া।