সিরিয়ার আজাজ শহরে রকেট হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আরও ৫ জন আহত হয়েছে। দেশটির স্থানীয় হাসপাতালের বরাতে এই খবর প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম সুইসইনফো।

নিহতদের মধ্যে একজন শিশু, চারজন পুরুষ। আজাজ শহরের হাসপাতালের নার্সের বরাতে এই তথ্য  জানানো হয় প্রতিবেদনে। তাৎক্ষণিক শহরের কোন জায়গায় এই হামলার ঘটনা ঘটে তা জানানো হয়নি। তবে তুর্কী সীমান্তবর্তী এলাকার আশপাশে এই রকেট হামলা ঘটে থাকতে পারে বলে জানানো হয়।

তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) ইস্তাম্বুলে ১৩ নভেম্বর একটি বোমা হামলার জন্য দায়ী করেছিল। ওই হামলায় ৬ জন নিহত হয় এবং ওয়াইপিজিকে সিরিয়ায় পিকেকের সহযোগী হিসাবে বিবেচনা করে তুরস্ক। যদিও পিকেকে ইস্তাম্বুল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এদিকে তুরস্ক বলছে, তাদের যুদ্ধবিমানগুলো রোববার সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, রোব ও সোমবার ওয়াইপিজি এবং পিকেকে লক্ষ্য করে অভিযানে ১৮৪ জঙ্গি নিহত হয়েছে।