যুক্তরাষ্ট্রের ফ্লোরিড়ায় বাৎসরিক পিকনিকের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে আজ শনিবার (১৭ই ডিসেম্বর) দুপুর ১২ টায় শুরু হওয়া এ আয়োজন শেষ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

ফ্লোরিডার কোয়াইট ওয়াটার পার্কের বাল্ড ঈগল প্যাভিলিওনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডার চেয়ারম্যান আরশাদ আলী, সভাপতি লিটন মজুমদার, সাধারণ সম্পাদক সজিব চৌধুরী।

আগত সবার জন্য দুপুরে এক ভোজের আয়োজন করা হয়েছে। অতিথিদের মেহমানদারির পর রাতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় সঙ্গিত পরিবেশন করবেন শিল্পী তানিয়া হাসান।

অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।