ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার ওয়াগনার বাহিনীর কাছে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও রকেট বিক্রি করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানায়।

প্রতিবেদনে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াগনার বাহিনীর কাছে এই অস্ত্র সরবরাহ করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে দেশটি। কিন্তু উত্তর কোরিয়া ও ওয়াগনার বাহিনী যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে। এর ফলে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও প্রতিবেদনে বলা হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, য়াগনার বাহিনী সম্প্রতি সিরিয়া ও আফ্রিকার দেশগুলোতে সক্রিয় হয়েছে। ওয়াগনার বাহিনী ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার জন্য বিশ্বজুড়ে অস্ত্র সরবরাহকারীদের সন্ধান করছে।’

তিনি বলেন, এরই মধ্যে উত্তর কোরিয়া ওয়াগনার বাহিনীর কাছে প্রাথমিকভাবে অস্ত্র সরবরাহ সম্পন্ন করেছে। এসব অস্ত্রের জন্য অর্থ দিয়েছে বাহিনীটি।’

মূলত অলিগার্কি ধারার রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাসীদের অলিগার্ক বলা হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর তাদের উত্থান হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময় ওয়াগনার বাহিনী রাশিয়ায় প্রথম কাজ করেছিল বলে ধারণা করা হয়। এ বাহিনীর মালিক ইয়োজিনি প্রিবুওশন একজন অলিগার্ক। তিনি ‘পুতিনের শেফ’ নামে পরিচিত।

এদিকে, চলতি বছরের মার্চে ওয়াগনার প্রাথমিকভাবে এক হাজারের বেশি বাহিনীকে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছিল বলে ধারণা করা হয়েছিল। তবে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এটি স্থলভাগে থাকা মোট রুশ বাহিনীর প্রায় ১০ ভাগ।