মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য অ্যালাবামায় ভয়ঙ্কর টর্নেডোর আঘাতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ‘আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৭ জনের মৃত্যু হয়েছে।’
আলাবামা রাজ্যের গভর্নর কে আইভে একটি টুইট বার্তায় বলেছেন, ‘আমাদের এ রাজ্যজুড়ে মারাত্মক ঝড় সংঘটিত হয়েছে। এ ঝড়ের কারণে আলাবামার ছয় ব্যক্তি মারা গেছেন জেনে আমি দুঃখিত।’
কে আইভে বলেন, ‘আমরা (আলাবামা রাজ্যের লোকেরা) বিধ্বংসী আবহাওয়ার সঙ্গে অনেক বেশি পরিচিত। কিন্তু আমাদের লোকেরা যেকোনো ধকল কাটিয়ে উঠতে সক্ষম। এভাবেই আমরা ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব এবং এসব দুর্যোগ প্রতিরোধে আরও শক্তিশালী হবো।
আলাবামা রাজ্যের গভর্নর ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
জর্জিয়া, মিসিসিপি এবং আলাবামায় তীব্র বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। এছাড়া এসব রাজ্যে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।