স্প্যানিশ লিগ ফুটবলে বড় জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন ও স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ। সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামেরিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। খেলার শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে পরে সফরকারিরা। খেলার প্রথমার্ধেই অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে আলভারো মোরাতা, গ্রিজমান ও হারমোসো একটি করে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিককরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার কমায় অ্যাটলেটিকো।
এদিকে, খেলার পুরো সময়েই রিয়াল ভায়াদোলিদ কোন গোল না করতে পারলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় অ্যাতলেটিকো মাদ্রিদের। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে আগামী চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সরাসরি খেলার সুযোগ বাঁচিয়ে রেখেছে মাদ্রিদের এই ক্লাবটি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অ্যানফিল্ড স্টেডিয়ামে গোল শুন্যে ম্যাচ ড্র করেছে বর্তমান রানার্সআপ লিভারপুল এবং ইংলিশ জায়ান্ট চেলসি।