বলিউডে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা। মাত্র ১৭ বছর বয়সেই পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক কাপুর হতে যাচ্ছে রাশার। এরইমধ্যে অভিষেক এ আপকামিং সিনেমার জন্য সম্প্রতি সাইন করিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
যদিও সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে এই সিনেমায় রাশার বিপরীতে। অজয়কেও দেখা যাবে সিনেমাটিতে। তিনি এই সিনেমায় একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।
আমানকে নিয়ে কিছুদিন আগে থেকেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। আর এখন সব নজর পড়েছে রাশার দিকে।
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় এখন সেটাই দেখার পালা।