রিয়াল বেটিসকে হারিয়ে স্প্যানিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। গতকাল (বুধবার) রাতে ২-১ গোলের জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে উঠে বার্সা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে বেটিস ডিফেন্সকে। অষ্টাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পায় দলটি। তবে পেদ্রি গোলরক্ষকের সাথে কাটাতে গিয়ে হেলায় হারান সে সুযোগ। এরপর ৩১তম মিনিটে বল জালে পাঠান রাফিনহা। তবে অফসাইডের কারণে গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে বার্সেলোনা। বক্সে তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে পেদ্রির জোরাল শট হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক সিলভা। ৫৬তম মিনিটে বেটিসের পাল্টা আক্রমণ রুখে দেয় বার্সাও ডিফেন্স। এর ৯ মিনিট পরই এগিয়ে যায় কাতালানরা।
৬৫তম মিনিটে ডেডলক ভাঙেন রাফিনহা। আলেহান্দ্রো বালদেও বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে যায় বেটিস। তবে বার্সাও ডিফেন্সে তারা চিড় ধরাতে পারেনি। উল্টো ৮০তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। এবার স্কোরশিটে নাম লেখান রবার্ট লেভানডস্কি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে আত্মঘাতী গোল খেয়ে বসে বার্সা। এরপর নাটকীয় কিছু আর হয়নি। ২-১ এ জয় পায় বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।