আজ রোববার (১২ই ফেব্রুয়ারী) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একতারা বসন্ত উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল অফ মায়ামী ফ্লোরিডা, ইকবাল আহমেদ। অনুষ্ঠানে গান পরিবেষণা করবেন চলচ্চিত্র পরিচালক, উপস্থাপক ও সংগীত শিল্পী দেবাশীষ বিশ্বাস।

সানরাইজ সিভিক সেন্টারে আয়োজিত একতারা বসন্ত উৎসব চলবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, তাদের পরিবার এবং বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি রুবাইয়া মামুন রানু। তিনি সবার উপস্থিতি কামনা করেন।

বসন্ত উৎসবের স্পনসর ডানকিন (দেলরে নেটওয়ার্ক ) কো-স্পনসর মায়ামী কে ড্রিস্ট্রিবিউটর এবং মিডিয়া পার্টনার এফ বি টি বি (ফ্লোরিডা বাংলা টেলিভিশন)।