২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। যদিও কাতার বিশ্বকাপ শুরুর আগে এ তারকা জানিয়েছিলেন এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপের দুই মাস পর নেইমারের মুখে শোনা যাচ্ছে ভিন্ন সুর। এ তারকা বিশ্বকাপ শিরোপা না ছুঁয়ে জাতীয় দলকে বিদায় বলতে চান না।
‘টিএনটি স্পোর্টস’-কে নেইমার বলেন, ‘আমি বছর ধরে ধরে এগোবো। আর অবশ্যই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি। ‘
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলা ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছে আছে তার জানিয়ে বলেন, ‘মেসি সবসময় অনুপ্রেরণা দেয়। সে আমাকে সহায়তা করেছে এবং উৎসাহ দিয়েছে। অবশ্যই, ৩৫ বছর বয়সে তাকে (সাফল্য পেতে) দেখে, আমিও এটা নিয়ে ভাবছি। ‘
এদিকে, বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল সুপারস্টারের। একে তো ইনজুরির সঙ্গে লড়াই, তার উপরে সতীর্থদের সাথে ঝামেলায় জড়িয়েছেন। তবে এ নিয়ে চিন্তিত নন নেইমার, এটিকে স্বাভাবিক বিষয় বলছেন। তিনি আপাতত নিজের পারফর্মেও ফোকাসের কথা জানিয়েছেন।