বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দ্বায়িত্ব নিতে ঢাকায় আসার পরদিনই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হলেন চন্ডিকা হাথুরুসিংহে।

দ্বিতীয় দফায় হেড কোচের দায়িত্ব নেয়া এই লঙ্কান কোচ আজ (মঙ্গলবার) কথা বলেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ অন্যান্য ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দ্বিতীয় দফায় দ্বায়িত্ব নিতে গতকাল রাতে ঢাকায় পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। আজ সকালেই ছুটে যান মিরপুরের হোম অফ ক্রিকেটে।

প্রায় অর্ধযুগ পর পুরনো ভূমিকায় ফিরলেন তিনি। সময় নষ্ট না করেই ক্রিকেটাদের ঐচ্ছিক অনুশীলন দেখতে যান। কুশল বিনিময় করেন খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে। অনুশীলনে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই এ সময় উপস্থিত ছিলেন।  মিরপুরের মূল মাঠে তাসকিন, এবাদত, শরিফুলদের বোলিংয়ের তালিম দিচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। একাডেমি মাঠে ব্যাটিংয়ের প্রস্তুতি সেরেছেন সোহান, মিরাজ, আফিফরা।

আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে টিম ম্যানেজমেন্টের সাথে বৈঠকে বসবেন হাথুরুসিংহে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২৩শে ফেব্র“য়ারি প্রস্তুতি শুরু হবে টাইগারদের। এর আগে, ২০১৪ থেকে ১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি।