বিপদের সঙ্গী সাকিব আর হাসান, আইপিএলে যখন প্লে-অফে খেলা না খেলা নিয়ে চলছে শঙ্কা ঠিক তখনই এবারের আইপিএলে নিজের চতুর্থ ম্যাচে মাঠে নামলো সাকিব আর হাসান। মাঠে নেমেই কলকাতার হয়ে দারুণ বোলিং করলো মিস্টার আল হাসান, ৪ ওভার বল করে ২০ রানে তুলে নিলেন এক উইকেট।
দুর্দান্ত একটি রান আউটও করলেন সাকিব ফলে সানরাউজার্স হায়দরাবাদের ইনিংস থামলো ১১৫ রানে। তাদের করা ৮ উইকেটে ১১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেলো কলকাতা। এই জয়ের ফলে প্লেঅফের অশা বেঁচে থাকলো তাদের। ব্যাট হাতে কলকাতার হয়ে ৫৭ রান করেছেন গিল আর বল হাতে সাকিব নিয়েছেন এক উইকেট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশের পুরোটা সময়ই সুযোগ পাননি একাদশে। আন্দ্রে রাসেলের ইনজুরিও দিতে পারেনি সেই সুযোগ। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখে কলকাতা নাইট রাইডার্স।
সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন বাংলাদেশি তারকা। বল হাতে সুযোগ পেয়ে করলেন দুর্দান্ত পারফরম্যান্স। তাতে জয়ে ফিরেছে তার দলও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে যাওয়ার পথে টিকে আছে কলকাতা।