কানাডার পশ্চিম আলবার্টা প্রদেশের এডমন্টনে এক যুবকের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি।

‘পারিবারিক বিরোধ’ সম্পর্কে একটি জরুরি কলে সাড়া দিয়ে ঘটনাস্থলে ওই পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন। এসময় বন্দুকধারী ওই যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ কর্মকর্তাদের পাল্টা গুলি করার মতো কোনো পরিস্থিতি ছিলো কিনা তা অস্পষ্ট করে জানায়নি এডমন্টন পুলিশ প্রধান ডেল ম্যাকফি।

তিনি জানান, ঘটনার দিন দুপুর পৌনে একটার দিকে পারিবারিক বিরোধের জেরে এক মহিলা কল করলে এডমন্টনের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দুই পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। ওই যুবক তার মাকে গুলি করে আহত করলে জরুরি সাহায্যের জন্য পুলিশকে কল করেন তিনি।

ম্যাকফি আরও জানান, অ্যাপার্টমেন্টে পাঠানো অন্যান্য অফিসাররা ওই দুই অফিসার ও বন্দুকধারী যুবকটিকে মৃত অবস্থায় দেখতে পান। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ওই মহিলাকে। হাসপাতালে নেয়ার সময় তার অবস্থা সংকটাপন্ন ছিলো। তবে এখন আশঙ্কামুক্ত আছেন তিনি।

নিহত অফিসারদের একজন ৩৫ বছর বয়সী ট্র্যাভিস জর্ডান। তিনি ৮ বছরেরও বেশি সময় ধরে এডমন্টন পুলিশ বাহিনীতে সেবা প্রদান করেছেন এবং অপরজন ৩০ বছর বয়সী ব্রেট রায়ান।  ৫ বছরেরও বেশি সময় ধরে এডমন্টন পুলিশে কর্মরত ছিলেন তিনি।