শ্বাসযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৯শে মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভ্যাটিকান সিটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিসের শ্বাসযন্ত্রের সংক্রমণ রয়েছে এবং তাঁকে রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে।
শ্বাসকষ্ট থাকলেও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।বিবৃতিতে আরও বলা হয়, পোপকে দেখাশোনার জন্য তার নিরাপত্তা কর্মীরা জেমেলি হাসপাতালে থাকবেন।
বেশকিছু দিন ধরেই হোঁটুর সমস্যায় ভুগছিলেন ৮৬ বছর বয়সী পোপ ফ্র্রান্সিস। যে কারণে হুইল চেয়ার ব্যবহার করে আসছিলেন। তিনি ২০২১ সালে রোমের একই হাসপাতালে কোলন সমস্যার চিকিৎসার জন্য অস্ত্রপচারও করেছিলেন।