আগামীকাল (শুক্রবার) পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ১৬তম আসরের। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। লীগ পর্বে প্রতিটি দল ৭টি করে হোম অ্যাওয়ে ম্যাচ খেলবে। ৫২ দিনে ১২টি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০টি ম্যাচ। এর মধ্যে ডাবল হেডার ডে অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ হবে ১৮টি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্বের সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এবারের ভারতের এই ঘরোয়া লিগের আসর থেকে ফিরছে আইপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি। ফলে গত ২০১৯ সালের পর প্রথমবারের মতো প্রতিটি দলই নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাবে। ইন্ডিয়াতে নারী আইপিএলের ফাইনালের পর পাঁচদিনের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে ছেলেদের আইপিএল।

গত ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে মার্চ থেকে মে মাসের উইন্ডোর আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। এরপর অবশ্য এই বছরের সেপ্টেম্বর-নভেম্বরে আরব আমিরাতে হয়েছিল আইপিএলের বাকি আসর। গত ২০২১ আইপিএলের পুরো আসর অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে।

২০২২ সালে সব বাধা পেরিয়ে আইপিএল আয়োজিত হয়েছিল ভারতের মাটিতে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় মুম্বাই ও পুনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল গ্রুপ পর্বের সব ম্যাচ। যদিও প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কলকাতা আর আহমেদাবাদে।

আইপিএলের এবারের আসরের ৭৪টি ম্যাচ আয়োজন হবে ১২টি স্টেডিয়ামে। আগামী ৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এবারের আসরের জন্য ১০ দলে দুটি গ্রুপও নির্ধারণ করে দিয়েছে আইপিএলের আয়োজকরা।

গ্রুপ ‘এ’ তে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রুপ ‘বি’তে চেন্নাইয়ের সঙ্গে এই গ্রুপে আছে পাঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।