বাখমুতের উত্তর-পশ্চিমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও ২১ জন আহত হয়েছে। দোনেস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জাতীয় টেলিভিশনকে বলেছেন, শহরটিতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, এস-৩০০ মিসাইল ১০টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং অন্যান্য স্থানে আঘাত করেছে। ধর্মঘটের পর পাঁচতলা ভবনের উপরের দুই তলা ধসে পড়ে। উদ্ধারকারী দল জীবিতদের খুঁজছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দারিয়া জারিভনা বলেন, ধ্বংসস্তূপ থেকে একটি দুই বছরের শিশুকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিরিলেঙ্কো আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি শুক্রবার টুইট করেছেন, ‘অর্থোডক্স ইস্টারের আগে এই সপ্তাহের একটি ঘণ্টাও খুন ও সন্ত্রাস ছাড়াই কাটেনি। এটি একটি মন্দ রাষ্ট্র এবং এটি হেরে যাবে। জয় করা মানবতার প্রতি আমাদের কর্তব্য এবং আমরা জিতব’।