ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে বেনফিকাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার রাতে ঘরের মাঠে বেনফিকার সাথে ৩-৩ গোলে ড্র করেছে ইতালির ক্লাবটি। তবে প্রথম লেগ ২-০ ব্যবধানে জেতায় ৫-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত হয় ইন্টারের।

সেমিফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ তাদেরই শহরের ক্লাব এসি মিলান। অর্থাৎ মিলান ডার্বির জন্য প্রস্তুত ফুটবল বিশ্ব।

সান সিরোর ম্যাচটিতে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। লাওতারো মার্টিনেজের পাস থেকে নিকোলো বারেল্লা গোল করে ব্যবধান করেন ১-০। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার। ম্যাচের ৩৮তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান ফ্রেডরিক অর্সনেস।

গোলটি অবশ্য এসেছে ইন্টার-রক্ষণের ভুলে। এরপর প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও মেলেনি কাঙ্খিত গোল। বিরতির পর ৬৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ইতালির ক্লাবটি। প্রথম গোলে অবদান রাখা লাওতারো মার্টিনেজ এবার নিজে গোল করেন।

৭৫ মিনিটে লাওতারোকে বদলি করে আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়াকে নামান ইন্টার কোচ। আর নেমেই জাদু দেখান আর্জেন্টাইন তারকা। ডি বক্সে বল পেয়ে জোড়ালো শটে ভেদ করেন লক্ষ্য।

৫-১ ব্যবধানে এগিয়ে তখনই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। তবে শেষের দিকে ব্যবধান কমিয়ে ফেলে বেনফিকা। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেওয়ার পর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে তারা।