নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে তদন্তে নেমে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি গ্রাম থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (তেসরা মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ আইভি ওয়েবস্টার এবং ব্রিটানি ব্রুয়ার নামের দুই কিশোরীর সন্ধানে তদন্তে নামে। তারা কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তাদের সন্ধানে গিয়ে ওকলাহোমার ছোট শহর হেনরিয়াটাতে একটি বাড়ির আশেপাশ থেকে ৭ জনের মরদেহ পায় পুলিশ। তাদের ধারণা নিহতদের মধ্যে দুই কিশোরীও ছিল।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে তারা জেসি ম্যাকফ্যাডেন নামে এক ব্যক্তির সাথে ছিল। যৌন নির্যাতনের মামলার আসামি ছিল ওই ব্যক্তি।
ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, তাৎক্ষণিকভাবে ৭টি মরদহে শনাক্ত করা সম্ভব হয়নি। ম্যাকফ্যাডেন ও নিখোঁজ দুই কিশোরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিখোঁজ সবার মরদেহ পেয়েছি বলে ধারণা করছি। এখন শুধু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। ইতোমধ্যে দুই কিশোরীর পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে, নিহতের মধ্যে কয়েকজন হেনরিয়েটা পাবলিক স্কুলসের শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।