পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালিয়ান লিগের শিরোপা ঘরে তুলেছে নাপোলি। বৃহস্পতিবার (চৌঠা মে) রাতে উদিনেসের মাঠে ১-১ ড্র করে নাপোলি। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল। ৩৩ বছর আগে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেবার ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে এসেছিল শিরোপা।
কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ইতালিয়ান ক্লাবটিতে খেলার সময় ১৯৮৭ ও ১৯৯০ সালে তারা শিরোপা জিতেছিল। ২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর নার নামেই ক্লাবটি স্টেডিয়ামের নামকরণ করা হয়। তিন দশকের বেশি সময় পর আবার শিরোপা স্বাদ পেল দলটি।
বৃহস্পতিবার রাতে উদিনেসের মাঠে হওয়া ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে নাপোলি। ডানপায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন সানসি লোভরিচ।
বিরতির পর ৫২ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বলে ডান পায়ের কিকে নিশানাভেদ করেন ভিক্টর ওসিমহেন। সিরি আ’র চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা বল জালে জড়ায়েই আগাম ট্রফি জয়ের উৎসব শুরু করে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে থাকা নাপোলির সমর্থকরা। খেলা শেষে উৎসবের নগরীতে পরিণত হয় নেপলস। রাস্তায় নেমে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি ফোটাতে থাকেন।
স্টেডিয়ামের ভেতরে ১১ হাজার ও বাইরে আরও পাঁচ হাজার নাপোলি সমর্থক হাজির ছিলেন। ৫০ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন নাপোলির হোম গ্রাউন্ড নেপলসের স্টাডিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনায় জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানো হয়।
নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি ম্যাচ শেষে আবেগাক্রান্ত হয়ে বলেছেন, এই সাফল্যের মাঝে ম্যারাডোনার প্রভাব অনুভূত হয়েছে।
৩৩ বছর পর ইতালিয়ান লিগ জয়ের তাৎপর্য বোঝাতে গিয়ে স্পালেনি যোগ করেন, নাপোলিবাসী এই শিরোপা আপনাদের জন্য। এখানে এমন কিছু মানুষ আছেন, যারা তাদের জীবনের কঠিন মুহূর্তগুলো অতিক্রম করতে সক্ষম হবেন কারণ তারা এই মুহূর্তটিকে মনে রাখেন। কঠিন সংগ্রাম করে যাওয়া মানুষরা সকল আনন্দে মেতে ওঠার যোগ্যতা রাখেন।