এল ক্লাসিকোর প্রস্তুতিটা জয় দিয়ে সেরে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল। তবে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে পুরোপুরি নির্ভার থেকে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচ শেষের আগে চোট নিয়ে মাঠ ছেড়েছেন করিম বেনজিমা, রদ্রিগো ও ফারল্যান্ড মেন্ডি। চোটের আগে বেনজিমাই ছিলেন ম্যাচের মূল প্রভাবক।

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে রোমাঞ্চের জন্ম দিলেও এই ম্যাচে রিয়ালের সেই ধার ছিল অনুপস্থিত। বরং ১৬তম স্থানে থাকা দলটির বিরুদ্ধে গোল পেতে সংগ্রাম করতে হয়েছে। এমনকি প্রথমার্ধে গোলের ভালো সুযোগও তৈরি করে মায়োর্কা। কিন্তু অবনমন শঙ্কায় থাকা দলটিকে দুবারই হতাশ হতে হয়েছে। প্রথমে, স্ট্রাইকার মুরিকি আনমার্কড থাকার সুবাদেও জাল কাঁপাতে পারেননি। তার পর গোলের সবচেয়ে সুবর্ণ সুযোগটি মিস করেন রাইট ব্যাক পাবলো মাফেয়ো। রিয়াল অবশ্য প্রথমার্ধের পরই ধীরে ধীরে ছ্ন্দ খুঁজে পেয়েছে।

৫৫ মিনিটে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন ভিনিসিয়ুস জুনিয়র। করিম বেনজিমার দেওয়া বল থেকে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা। এর পর ব্যবধান বাড়িয়ে নিতে অবদান রাখেন ফরাসি ফরোয়ার্ড। পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করা বেনজিমা শেষ ১৩ মিনিটে পাদপ্রদীপের আলোয় ছিলেন। প্রথমে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ৭৭ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল হয়নি বেনজিমার। তার পর ৮২ মিনিটে বদলি খেলোয়াড় মার্সেলোর ক্রস থেকে দারুণ এক হেডে জাল কাঁপান তিনি।

এই জয়ের পর ১০ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রইলো রিয়াল। ২৮ ম্যাচে তাদের অর্জন ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সেভিয়া।