ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লেস্টার সিটিকে ৩ গোলে হারিয়েছে লিভারপুল। সোমবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে আয়োজিত হয় ম্যাচটি। অলরেডদের হয়ে জোড়া গোল করেন কার্টিস জোনস। বাকি গোল আসে আলেকজান্ডার আরনোল্ডের পা থেকে। এই জয়ে চ্যাম্পিয়নস লীগের আগামী আসরে খেলার আশা বেঁচে রইলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
৩৬ ম্যাচে ১৯ জয়, আট ড্র ও ৯ হারে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।
এদিন শুরু থেকেই দাপটে ছিল রেড ডেভিলরা। পরিসংখ্যানের ঝুলি প্রথম থেকেই ভারী ছিল তাদের। আক্রমণে সক্রিয় থেকে লিভারপুল নিেেজদের প্রথম গোল পায় ম্যাচের ৩৩ মিনিটে। দলের হয়ে কার্টিস জন্স পায় গোলটি। এর পর তিন মিনিট না যেতেই আরেকটি গোল পায় লিভারপুল। এবারও গে লের নায়ক সেই কার্টিস জন্স। প্রথমার্ধে ২-০ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।
দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি আক্রমণে গিয়েও সুযোগ তৈরী করতে পারেনি। গোলের জন্য মরিয়া হয়েও দেখা মেলেনি। তবে লিভারপুল তখনো থেমে যায়নি। ম্যাচের ৭১ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার এর গোলে ৩-০ তে এগিয়ে যায় রেড ডেভিলরা। নির্ধারিত সময় শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।