ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। বৃহস্পতিবার (১৮ই মে) ঘরের মাঠে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পায় সেভিয়া। পহেলা জুন হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরিনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে ইতালির এএস রোমা ও স্পেনের সেভিয়া।

এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই এই ম্যাচটি যে জিতবে সেই দল ফাইনালে যাবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নামে দুই দল। ঘরের মাঠে শুরু থেকেই জুভেন্টাসের উপর আধিপত্য বিস্তার করে সেভিয়া।

চতুর্থ মিনিটে আকুইনার হেড যায় গোলপোস্ট ঘেঁষে। দশম মিনিটে রাকটিচের ক্রস বাধা পায় জুভেন্টাসের রক্ষণে। প্রথম ২০ মিনিটের আক্রমণ সামলে ২৭ ও ২৮ মিনিটে পরপর দুবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় জুভেন্টাস।

বিরতির আগে বলার মতো আর কোনো আক্রমণ কেউ করতে পারেনি। বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় সেভিয়া। তবে বারবার তা প্রতিহত হচ্ছিল জুভেন্টাসের রক্ষণে। এর মাঝেই ৬৫তম মিনিটে পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় জুভেন্টাস। স্কোরশিটে নাম লেখান দুসান ভ্লাহোভিচ।

তবে এগিয়ে গিয়েও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। ৭১ মিনিটে সুসোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন এরিক লামেলা। ১১৫ মিনিটে মার্কাস আকুইনা লাল কার্ড দেখলেও ১০ জনের দলে পরিণত সেভিয়ার এই গোল আর শোধ করতে পারেনি জুভেন্টাস। আরেক সেমিফাইনালে এস রোমা ও বেয়ার লেভারকুসেন ১-১ গোলে ড্র করেছে । দুই লেগ মিলে ২-১ গোলের ব্যবধানে ফাইনালে উঠেছে এস রোমা।