তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আগামীকাল চট্টগ্রামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশকে পর পর হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা।

তৃতীয় ও শেষ ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হলেও দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে চায় বাংলাদেশ দল। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয় কে লক্ষ্য করেই মাঠে নামবে সাকিব-তামিমরা।

এদিকে, শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে অপরাজিত থেকেই সিরিজ নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে গতকালই চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ সকালে অনুশীলনেও ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামীকাল বেলা ১২টায় শুরু হবে খেলাটি।