সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি করিম বেনজেমা। সৌদি ক্লাবটির সাথে বেনজেমার চুক্তি সাক্ষরের সব আনুষ্ঠানিকতা ইতোমধেই (মঙ্গলবারই) সম্পুর্ন হয়েছে। আগামী মৌসুম থেকেই শুরু হবে এই চুক্তির মেয়াদ। বার্তা সংস্থা এএফপি ও স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত হয়েছে এই খবর।

এদিকে, করিম বেনজেমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ ও তার ক্লাব সতির্থরা। ২০০৯ সালে ফরাসি ক্লাব লিওঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ৩৫ বছর বয়সী করিম বেনজেমা। মাদ্রিদের জার্সি গায়ে ৬৪৮টি ম্যাচ খেলে ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪টি গোল করেছেন বেনজেমা।

রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবটিকে ৫টি ক্লাব কিশ্বকাপ, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি স্প্যানিশ লা লিগা ও ৩টি কোপা দেল রে ফুটবলের শিরোপা জিতানোয় বড় ভুমিকা রেখেছেন করিম বেনজেমা। সব শেষ ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার সাথে বর্ষ সেরা ফুটবলার হিসেবে জিতেছেন ফুটবল জগতের সম্মানজনক ব্যালন ডি’ওর পুরস্কারও।