সুইজারল্যান্ডের জেনেভা থেকে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রীদের সঙ্গে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পথে বিমানে সাধারণ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিমানে প্রধানমন্ত্রীকে দেখে সাধারণ যাত্রীরা চমকে উঠেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী।

যাত্রাপথে প্রধানমন্ত্রী হঠাৎ করেই তার আসন ছেড়ে সাধারণ যাত্রীদের আসনে যান এবং ঘুরেঘুরে তাদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। হঠাৎ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। বিমানে থাকা শিশুদের সাথে মজা করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এছাড়া অনেকে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলেন। পাশাপাশি যাত্রীদের কাছে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান সরকার প্রধান। এসময় যাত্রীদের কেউ, কেউ দেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে তাদের নিজেদের অভিমত জানান প্রধানমন্ত্রীকে।

উল্লেখ্য, জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও’র শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী গত (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেয়ার  পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানদের সঙ্গে বৈঠক করেন।