ক্রীড়াঙ্গনে লাল কার্ডের ব্যবহার নতুন কিছু নয়। ফুটবল ম্যাচে এই কার্ডের প্রচলন চলে আসছে বহুদিন ধরে। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। ঘোষণা ছিল আগেই, এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-এ(সিপিএল) থাকবে লাল কার্ডের ব্যবহার। অবশেষে ফ্রাঞ্চাইজি লিগটির ১১টি ম্যাচ পর তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।

মন্থর ওভার-রেট এড়াতে এবার কঠোর নিয়ম করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ। যার ফলে আম্পায়াররা লাল কার্ড পর্যন্ত দেখাতে পারবেন ক্রিকেটারকে। সেটারই দেখা মিলল আজ সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স ম্যাচে। মন্থর ওভার রেটের নিয়ম ভাঙায় লাল কার্ড পেয়েছে ত্রিনবাগো। যেকারণে ইনিংসের শেষ ওভারের আগে মাঠ ছাড়তে হয়েছে ত্রিনবাগোর সুনীল নারাইনকে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ফলে স্লো ওভার-রেটের দায়ে পড়ায় তাদের একজন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের হয়ে যেতে বলেন আম্পায়ার। কে যাবে, সেটা দলের ক্যাপ্টেনকে ঠিক করতে হয়। পোলার্ড নারিনকে মাঠের বাইরে যেতে বলেন।

নারিনের লাল কার্ড অবশ্য নাইট রাইডার্সের জয়ের পথে কোনো বাধা হয়নি। ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তারা। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে। জবাবে নাইট রাইডার্স ১৭.১ ওভারে ৪ উইকেটে হারিয়েই ১৮০ রান তুলে ম্যাচ জিতে যায়।