বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের জন্য গত রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা।

লর্ডসে গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সফরে থাকা দলটির বাকি সদস্যরা আসবেন রোববার বিকেল ৫টায়। বিশ্বকাপের আগে ও পরে দুই দফা বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আগামী ২১, ২৩ ও ২৬শে সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে কিউইরা। লকি ফার্গুসনকে অধিনায়ক করে একদিনের সিরিজের ১৫ সদস্যর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর আগে, ২০২১ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড।